দর্পণ ডেস্ক : আগামী ৭ মার্চ এমপি হিসেবে শপথ নিচ্ছেন গণফোরামের দুই প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মোকাব্বির খান। শপথ নেয়ার জন্য গতকাল স্পিকার বরাবরে চিঠি পাঠিয়েছেন এ দুই প্রার্থী। সংসদ সচিবালয়ের সম্মতি পেলে ঐতিহাসিক এ দিনেই শপথ নিতে চান বলে জানিয়েছেন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। এর আগে ডাকসুর সাবেক এ ভিপি জানিয়েছিলেন মার্চের প্রথম পক্ষেই শপথ নেবেন তিনি।

গণফোরামের হয়ে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে তিনি মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত হন। অন্যদিকে সিলেট-২ আসন থেকে গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে নির্বাচিত হন মোকাব্বির খান। একাদশ সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করায় গণফোরামসহ জাতীয় ঐক্যফ্রন্ট বিজয়ী প্রার্থীদের শপথ না নেয়ার অবস্থানে অনড় রয়েছে। তবে গণফোরামের এ দুই প্রার্থী বলছেন, স্থানীয় ভোটার ও নেতাকর্মীদের চাপে তারা শপথ নিচ্ছেন।

মিশ্র প্রতিক্রিয়া : এদিকে এ দুই প্রার্থী শপথ নিতে স্পিকারকে চিঠি দেয়ার পর নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন দল ও জোটের নেতারা।

একই সঙ্গে তাদের নির্বাচনী এলাকায়ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দুই নেতার শপথ নেয়াকে জনগণের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেছেন গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। গতকাল তিনি বলেন, তারা শপথ নেয়ার জন্য যে চিঠি দিয়েছেন দল বা জোটের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেননি। এখন আমরা দল ও জোটের বৈঠক করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবো। অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, এ পর্যন্ত গণফোরাম ও ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত শপথ না নেয়ার। তারা যদি শপথ নেন তাহলে এটি হবে জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা। ঐক্যফ্রন্টের হয়ে নির্বাচনে বিজয়ী
এ দুই প্রার্থীর বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, তারা যে সিদ্ধান্ত নিয়েছেন তা জনগণ কোনোভাবেই ইতিবাচক হিসেবে নেবে না। বিএনপি, ঐক্যফ্রন্ট, বাম জোট নির্বাচন প্রত্যাখ্যান করেছে।

এমনকি সরকারের কোনো কোনো শরিকও এই নির্বাচনের কড়া সমালোচনা করেছে। এই অবস্থায় তারা যদি ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নেন তাহলে এটি তাদের জন্য ভালো কিছু হবে না।