দর্পণ ডেস্ক : বাংলাদেশের চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সন্দেহভাজন এক দুর্বৃত্তকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। ময়ূরপঙ্খী নামে বোয়িং-৭৩৭ মডেলের বিমানটিতে ১৪২ জন যাত্রী, পাঁচজন ক্রু ছিলেন।

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের কমিশনার মাহবুবর রহমান এ বিষয়ে বলেছেন, ‘সংকটের সমাধান হয়ে গেছে। গুলিবিদ্ধ একজনকে আটক করা হয়েছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।’

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সেনাবাহিনীর স্পেশাল ফোর্স বিমানবন্দরের দায়িত্ব নিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বিমানের ম্যানেজার (জনসংযোগ) তাসনিম আখতার জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া দুবাইগামী বাংলাদেশ বিমানের বিজি-১৪৭ নং ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রাবিরতির কথা ছিল। একজন যাত্রীকে ছিনতাইকারী বলে সন্দেহ হলে এটি জরুরি অবতরণ করে। পরে সেনা ও নৌবাহিনী র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থাকে ডাকা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর ৮ মিনিটের সফল যৌথ অভিযানে ছিনতাইকারীকে আটক করা হয়।

সিভিল অ্যাভিয়েশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলাবাহিনী ৭টা ১৭ মিনিটে অভিযান পরিচালনা করে। এটি শেষ হয় ৭টা ২৫ মিনিটে। এ সময় ছিনতাইকারীকে আহত অবস্থায় আটক করা হয়।