দর্পণ ডেস্ক : ভেনিজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইডো বলেছেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার জন্য আমেরিকাকে তিনি সব ব্যবস্থা নেয়ার প্রস্তাব দেবেন। ভেনিজুয়েলার সামরিক বাহিনী মার্কিন কথিত মানবিক সহায়তা আটকে দেয়ার পর গুয়াইডো একথা বললেন।

সামরিক বাধার কারণে আমেরিকার পাঠানো মানিবক সহায়তা গতকাল (শনিবার) কলম্বিয়ায় ফেরত গেছে। এর আগে গুয়াইডোর সমর্থকরা সহায়তা গ্রহণ করতে গিয়ে ভেনিজুয়েলার সেনাদের প্রতিরক্ষা ব্যুহ ভেদ করতে ব্যর্থ হয়। গুয়াইডোর সমর্থকদের ওপর সরকারি সেনারা রাবার বুলেট ও টিয়ার গ্যাসের শেল ছোঁড়ে।
এ প্রসঙ্গে গুয়াইডো এক টুইটার বার্তায় বলেন, “শনিবারের ঘটনা আমাকে এ সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে যে, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব তুলে ধরব যাতে আমাদের দেশের স্বাধীনতা সুরক্ষিত করার জন্য সব ব্যবস্থা নেয়ার পথ খোলা থাকে।”

ভেনিজুয়েলার চলমান রাজনৈতিক সংকটে আমেরিকা হচ্ছে গুয়াইডোর প্রধান সমর্থক। সম্প্রতি গুয়াইডো নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে স্বীকৃতি দেন।