দর্পণ ডেস্ক : সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের বিরুদ্ধে আইএনএক্স মিডিয়া সংক্রান্ত অর্থ জালিয়াতির মামলায় ব্যবস্থা নিতে সিবিআইকে অনুমতি দিল কেন্দ্র। এ বিষয়ে গত ২১ জানুয়ারি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি আবেদন করেছিল সরকারের কাছে।

আগামী কয়েকদিনের মধ্যেই এই মামলা সংক্রান্ত চার্জশিট পেশ করবে সিবিআই। চলতি মাসের শুরুতেই পি চিদাম্বরম ও তার ছেলে কার্তিকে জেরা করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাদের বিরুদ্ধে ২০০৭ সালে ইউপিএ সরকারের আমলে মিডিয়া ব্যারন পিটার মুখোপাধ্যায় এবং ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের এই সংস্থাকে ছাড়পত্র দেওয়ার অভিযোগ রয়েছে। ইডি কর্তারা জানান, পিটার মুখোপাধ্যায় এবং ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের সঙ্গে তার বৈঠক নিয়েও পি চিদাম্বরমকে জিজ্ঞাসাবাদ করে ইডি।

উল্লেখ্য, চিদাম্বরম অর্থমন্ত্রী থাকাকালীন ৩০৫ কোটি টাকার বিনিময়ে ওই সংস্থাকে ছাড়পত্র দেওয়া হয়। এই মামলার তদন্ত করছে সিবিআই ও ইডি। গত বছরই কার্তি চিদাম্বরমকে গ্রেপ্তার করেছিল সিবিআই। পরে তিনি জামিন পান। কার্তির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ছিল।

পি চিদাম্বরম ও তার ছেলে কার্তি চিদাম্বরমের বিরুদ্ধে এই মামলার রাজসাক্ষী হওয়ার আবেদন নিয়ে কয়েকদিন আগেই দিল্লি আদালতের কাছে পিটিশন জমা দেন শিনা বোরা হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়। বিশেষ বিচারপতি সুনীল রানার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন তিনি।

সম্প্রতি কার্তি চিদাম্বরম বিদেশে যাওয়ার জন্য সুপ্রিমকোর্টের নির্দেশে ১০০ কোটি টাকা জমা দিয়েছেন।