দর্পণ ডেস্ক : নদিয়ার নাকাশিপাড়া থানার বান্দাখোলা গ্রামে এক কলেজছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃত ওই কলেজছাত্রের নাম হুমায়ুন কবীর (২০)।

বৃহস্পতিবার সকালে বান্দাখোলা গ্রামের একটি বাঁশবাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। হুমায়ুন পলাশি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

পরিবারের অভিযোগ, বুধবার সন্ধ্যায় স্থানীয় এক বন্ধুর সঙ্গে ক্যারম খেলতে গিয়েছিলেন হুমায়ুন। তার পর আর বাড়ি ফেরেননি। মৃতের পরিবারের অভিযোগ, গলায় ফাঁস দিয়ে খুন করা হয়েছে হুমায়ুনকে। এ দিন সকালে লাশটি পাওয়া গেলে উত্তেজনা ছড়ায় গোটা গ্রামে। ক্ষোভও প্রকাশ করেন গ্রামবাসী।

তদন্ত শুরু করে নাকাশিপাড়া থানার পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে নিহত ছাত্রের বন্ধু রমজান শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।