দর্পণ ডেস্ক : ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশের পরিপ্রেক্ষিতে সে দেশের সেনাবাহিনী বিদেশি ত্রাণের প্রবেশ রুখতে ব্রাজিল সীমান্ত বন্ধ করে দিল। মাদুরো সরকার কলম্বিয়া সীমান্তও বন্ধ করে দেওয়ার কথা বিবেচনা করছে বলে জানা গিয়েছে।

ভেনিজুয়েলায় মানবিক সংকট সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা তথা স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুইদো। দেশের নাগরিকদের জন্য ব্রাজিল এবং কলম্বিয়া হয়ে ওষুধ-সহ অন্যান্য মার্কিন ত্রাণ নিয়ে আসার চেষ্টা করছেন তারা। এই উদ্যোগে ভেনিজুয়েলার পাশে দাঁড়িয়েছে আমেরিকা-সহ পশ্চিমা দেশগুলো।

যদিও এ অভিযোগ মানতে নারাজ মাদুরো। তার দাবি, পুরোটাই আমেরিকার সাজানো নাটক। যে কারণে দেশের মাটিতে বিদেশি ত্রাণের প্রবেশ রুখতে মরিয়া কারাকাস।