দর্পণ ডেস্ক : ২০০৪ সালের একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন যাত্রা শুরু করা এ অনুষ্ঠানটি দীর্ঘ পথচলার মধ্য দিয়ে
জনকল্যাণ ও গণমুখিনতায় গণমাধ্যমের ভূমিকার এক নতুন রূপ দিয়েছে, যা গোটা বিশ্বেই এক বিরল উদাহরণ।
টেকসই উন্নয়নের ক্ষেত্রে অন্যতম কৃষিভিত্তিক উন্নয়ন ব্যবস্থা। দেশের কৃষি ব্যবস্থা নিয়ে নির্মিত চ্যানেল আইতে প্রচার চলতি নিয়মিত টিভি অনুষ্ঠান ‘হৃদয়ে মাটি ও মানুষ’ তার পথচলার ১৬ বছরে পদার্পণ করেছে আজ। কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় এ অনুষ্ঠানটির বহুমুখী তৎপরতা ও সক্রিয় অভিযানে বদলে গেছে দেশের কৃষি ও অর্থনীতির চিত্র।পথচলার শুরু থেকেই একটি টেলিভিশন অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, পরিণত হয়েছে একটি আন্দোলনে। যে আন্দোলন দেশের আপামর কৃষক তথা মাটির উৎপাদক শ্রেণি ও গ্রামীণ জনগোষ্ঠীকে তো প্রভাবিত করেছেই, প্রভাবিত করেছে শহর নগরের অভিজাত ও উচ্চাকাঙক্ষী শ্রেণিকেও। ‘হৃদয়ে মাটি ও মানুষ’-এর বর্ষপূর্তি উপলক্ষে আগামী ২৩শে ফেব্রুয়ারি রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে ‘কাশ্মিরী আপেল কুল চাষে কৃষকের অভাবনীয় সাফল্য’ নিয়ে বিশেষ প্রতিবেদন।