দর্পণ ডেস্ক : ২০১৯ বিশ্বকাপের পর ওয়ানডেকে বিদায় বলে দেবেন। আর সেই ঘোষণার পর নিজ মাঠে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই সেঞ্চুরি তুলে নেন ক্রিস গেইল (১৩৫)। গতকাল বার্বাডোসে সেঞ্চুরির পর ব্যাটের বাট দিয়ে হেলমেট উপরে তুলে ধরেন ক্রিস গেইল। এই উদযাপন যেন ওয়েস্ট ইন্ডিজ পতাকার প্রতীক। ৩৬০ রানের দলীয় ইনিংস শেষে গেইল বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের পতাকা উঁচিয়ে ধরো। ঘরের মাঠে এটাই আমার শেষ সিরিজ। এতো উঁচিয়ে ধরো, সবাই যেন তা দেখার সুযোগ পায়।’ কিন্তু ইংল্যান্ডের হয়ে জোড়া সেঞ্চুরিতে গেইলকে আড়াল করে দেন জেসন রয় (৮৫ বলে ১২৩) ও জো রুট (১০২)। ৮ বল ও ৬ উইকেট হাতে রেখেই নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় টার্গেট তাড়া করে জয়ের রেকর্ড গড়ে ইংলিশরা।