দর্পণ ডেস্ক : যুক্তরাজ্যের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী তেরেসা মে’র দল কনজারভেটিভ পার্টি থেকে পদত্যাগ করলেন তিন এমপি। ওই তিন এমপি দলীয় প্রধান তেরেসা মে’কে এক যৌথ চিঠির মাধ্যমে পদত্যাগের বিষয়টি জানিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, কনজারভেটিভ পার্টির ওই তিন এমপি হলেন, আন্না সউবরি, সারাহ ওলাস্টন ও হেইদি অ্যালেন। তারা তিনজনই দলটির নারী এমপি।

ব্রেক্সিট বিষয়ে অবস্থান, দলগতভাবে ইহুদিবিদ্বেষ আর দলীয় ব্যর্থতার অভিযোগ তুলে সম্প্রতি বামপন্থী হিসেবে পরিচিত জেরেমি করবিনের লেবার পার্টি থেকে যে আট এমপি পদত্যাগ করেন স্বতন্ত্র সেই দলে যোগ দেয়ার কথা নিশ্চিত করেছেন এই তিন কনজারভেটিভ এমপি।