দর্পণ ডেস্ক : আগে জানিয়েছিলেন, ‘সঞ্চারিয়া’ ছবির চরিত্রের জন্য নিজেকে তৈরি করতে টানা দেড় মাস ছিলেন গৃহবন্দি। ভূমি পেডনেকার এবার জানালেন, চরিত্রের প্রয়োজনে তাঁকে শরীরে পেশি তৈরি করতে হয়েছিল। এ জন্য ছয় সপ্তাহের কঠিন ফিটনেস অনুশীলনের মধ্য দিয়ে যেতে হয়েছে। ‘ছবিতে আমি চম্ব্বলের নারীর চরিত্র করেছি। চুক্তিবদ্ধ হওয়ার পরই পরিচালক [অভিষেক চুবে] বলেছিল, ওখানকার মেয়েরা খুবই শক্তিশালী হয়। মাঠে কাজ করে, কয়েক কিলোমিটার দূর থেকে পানি সংগ্রহ করে। আমাকেও তেমনটা করতে হবে,’ বলেন ভূমি। প্রথমে ভয় লাগলেও চ্যালেঞ্জ নিতে পিছপা হননি অভিনেত্রী, ‘দেড় মাস ধরে চার কিলোমিটার দূর থেকে পাঁচ লিটার পানি মাথায় নিয়ে ফিরেছি, পেশি তৈরি করতে ১০ কেজি গমের বস্তা কাঁধে নিয়ে হেঁটেছি, সেই গম পিষতেও হতো। খাওয়া নিয়েও খাটতে হয়েছে। শুরুর দিকে কোনো ধরনের কার্বোহাইড্রেট আর দুগ্ধজাত খাবার খাওয়ার অনুমতি ছিল না।’

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.