দর্পণ ডেস্ক : হলিউডের সেক্সসিম্বল অভিনেত্রী পামেলা আন্ডারসন। প্লেবয় ম্যাগাজিনে নগ্ন হয়ে পোজ দিয়ে সবার নজর কেড়েছিলেন তিনি। এরপর বিভিন্ন ছবিতে তাকে নগ্ন ও রগরগে দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে। বলতে গেলে নগ্নতার জন্য বার বারই তিনি আলোচনায় থেকেছেন। মধ্যে সেক্স ভিডিও ফাঁস হয়ে যাওয়ার পর বিতর্কের কেন্দ্রবিন্দুতে আসেন তিনি। এদিকে বর্তমানে হলিউডে ছবি তেমন করছেন না তিনি। বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন মাঝে মাঝে। তবে সম্প্রতি আরও একবার তুমুল আলোচনায় আসলেন তিনি।
তার নতুন একটি সেক্স ভিডিও ফাঁস হয়েছে। আর এটি ইন্টারনেটের কল্যানে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। একজন যুবকের সঙ্গে পামেলাকে এ ভিডিওতে যৌনতায় লিপ্ত হতে দেখা গেছে। জানা গেছে ২০১৭ সালে একটি সেক্স টেপ বের হযেছিলো পামেলার। আর তারই একটি অপ্রকাশিত অংশ প্রকাশ হলো এবার। যদিও বিষয়টি নিয়ে পামেলার কোন মন্তব্য পাওয়া যায়নি।