দর্পণ ডেস্ক : পাকিস্তানি হ্যাকাররা ভারতের ১০০টি ওয়েবসাইট হ্যাক করেছে। ভারতীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানা গেছে।

হ্যাক করা ওয়েবসাইটের মধ্যে বিজেপির নাগপুরের দপ্তর ও গুজরাটের অফিসিয়াল ওয়েবসাইটও রয়েছে। এছাড়া বিজেপি নেতা আইকে জাদেজার ব্লগও হ্যাক করা হয়েছে।

অভিযোগ উঠেছে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটও হ্যাক করার চেষ্টা করা হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় হ্যাকাররা ওই চেষ্টা চালিয়েছে। সূত্র- ইন্টারনেট।