দর্পণ ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরান সৌদি আরবকে তাকফিরি সন্ত্রসাবাদের ‘আসল গডফাদা’ বলে অভিহিত করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি গতকাল (সোমবার) এ মন্তব্য করেন এবং তার বক্তব্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
সৌদি আরবের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের ইরানকে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য অভিযুক্ত করার পর বাহরাম কাসেমি এসব কথা বললেন। তিনি বলেছেন, সৌদি আরব আঞ্চলিক দেশগুলো ও সারা বিশ্বে সংগঠিত তাকফিরি সন্ত্রাসবাদকে রপ্তানি করে। মৌলবাদী আদর্শের লালনক্ষেত্র হিসেবে সৌদি আরব অন্য কোনো দেশকে সন্ত্রাসবাদের জন্য অভিযুক্ত করার যোগ্যতা হরিয়েছে বলেও বাহরাম কাসেমি মন্তব্য করেন।
এর আগে আদেল আল-জুবায়ের বলেছেন, ইরান হচ্ছে সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক। জবাবে বাহরাম কাসেমি বলেন, সৌদি আরবের এ প্রতিমন্ত্রীর ইরানের বিরুদ্ধে মিথ্যা বলার দীর্ঘদিনের রেকর্ড রয়েছে। তবে তার এ বক্তেব্যের কারণে সন্ত্রাসবাদের প্রতি রিয়াদের সমর্থন ও তাদের দায়দায়িত্ব একটুও কমবে না।
জবাবে বাহরাম কাসেমি বলেন, সৌদি আরবের এ প্রতিমন্ত্রীর ইরানের বিরুদ্ধে মিথ্যা বলার দীর্ঘদিনের রেকর্ড রয়েছে। তবে তার এ বক্তেব্যের কারণে সন্ত্রাসবাদের প্রতি রিয়াদের সমর্থন ও তাদের দায়দায়িত্ব একটুও কমবে না।