লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম থেকে নিখোঁজের দুই দিন পর রুমা আক্তার (৩০) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার কুমরুল গ্রামের একটি আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রুমা কুমরুল উত্তরপাড়া মহল্লার আব্দুল আলিমের দ্বিতীয় স্ত্রী। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সতিন শাহিদা বেগম (৪২) ও সতিনের মেয়ে আরজিনা খাতুন (২২) কে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক লিটন কুমার সাহা জানান, গত রবিবার রাতে রুমা পরিবারের সবার সাথে খাওয়া দাওয়া করে। এর কিছুক্ষণ পর থেকে তার আর কোন সন্ধান পাওয়া যায়নি। সকালে আতœীয় স্বজনসহ সম্ভাব্য সব স্থানে কাছে খোঁজ করেও তার খোঁজ মেলেনি। পরে মঙ্গলবার সকালে নিহতের বাড়ী থেকে প্রায় ৩শ’ গজ দুরে একটি আম বাগানে খড়ি কুড়াতে গিয়ে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। নিহতের গলায় ওড়না পেঁচিয়ে শ^াসরোধে হত্যা করা হয়েছে এবং তার নাক মুখে রক্ত মাখা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) সুমন আলী জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.