জাহেদ হোসেন:লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাসাবাড়ী থেকে হায়দরগঞ্জ বাজার পর্যন্ত সড়কের মাঝখানে পল্লীবিদ্যুতের ৩টি খুঁটি। এ যেনো দেখার কেউ নেই।

উপজেলার এই সড়কে প্রতিনিয়ত শত শত যানবাহন চলাচল করলেও এ সমস্যা সমাধানের নেই কারও কোনও উদ্যোগ। তাছাড়া এ সমস্যা সমাধান করতে পারেন, এমন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কারও কোনও মাথা ব্যথা নেই।

এই সড়কে দীর্ঘদিন ধরে পল্লীবিদ্যুতের এ খুঁটিগুলো সড়কের মাঝখানের জায়গাটুকু দখল করে আছে। তাছাড়া পল্লীবিদ্যুতের খুঁটিগুলোতে সড়ক বাতি না থাকায় রাতের বেলায় যে-কোনও বড় ধরনের ঝুঁকির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা ঊধ্বর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে জোর দাবি জানিয়েছেন, জনসাধারণের চলাচলের জন্য এবং জীবন রক্ষার্থে অতি দ্রুত পল্লীবিদ্যুতের এই তিনটি খুঁটি সড়কের মাঝখান থেকে অপসারণ করে অন্যএে সরিয়ে নেওয়ার জন্য।