লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি:
কৃতি খেলোয়ার খুঁজে পেতে নাটোরে রাজশাহী বিভাগের অনুর্ধ-২০ ফুটবল খেলোয়ার বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে বিভাগের আট জেলার খেলোয়ারদের বাছাই কার্যক্রম বুধবার নাটোর শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে শুরু হবে। এর আগে বিকেলে খেলোয়ারদের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়। মঙ্গলবার বিকেলে ষ্টেডিয়ামের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহী বিভাগের আটটি জেলার ৮০ জনের মধ্যে থেকে মোট ৩০ জন খেলোয়ার বাছাই করে ইয়েস কার্ড প্রদান করা হবে। বাছাইকৃত এসব খেলোয়াড়দের জন্য নাটোরে এক মাসের আবাসিক ক্যাম্পে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পরবর্ত্তীতে আন্ত:বিভাগীয় প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় পর্যায়ে কৃতি ফুটবলার খুঁজে বের করা হবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের কো-অর্ডিনেটর আহমেদ সাইফ আল ফাতাহ, নাটোর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মোঃ ফরহাদ হোসেন বক্তব্য রাখেন। বাছাই কার্যক্রম স্পনসর করছে সাইফ পাওয়ার ব্যাটারী।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.