মোঃ আবু সাঈদ, সিংড়া(নাটোর) প্রতিনিধি: নাটোরে সিংড়ায় ইসলামী ফাউন্ডেশন র্কতৃক পরিচালিত মসজদি ভিত্তিক শিক্ষকদরে বেতন বন্ধরে অভেিযাগ। আজ সকালে উপজেলা নির্বাহী অফিারের কার্যালয়ে উপজেলা মসজিদ ভিত্তিক শিশু ও গণশক্ষিা র্কমশালা ইসলামকি ফাউন্ডশেন শিক্ষক সমতিরি সিংডা উপজলো শাখার সভাপতি মাওলানা আব্দুল শাকুর নেতৃত্বে উপজলো নির্বাহী অফসিার সুশান্ত কুমার মাহাতোর কাছে অভেিযাগ করেছেন।অভিযোগ কারিরা জানান উপজলো ফাউন্ডশেন কেন্দ্ররে শিক্ষক হিসেবে শিক্ষকতা করিয়া আসিয়াছি আমাদরে মাসকি বেতনের টাকার জন্য অফিসে আসিলে উপজেলা ইসলামী ফাউন্ডেশনের এফ,এস, মোঃ হাসানুজ্জামান, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের এম,সি, মোঃ আনোয়ার ও উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সাধারন কেয়ার টেকার মোঃ ইদ্রিস আলী(সুমন) মোটা অংকরে টাকা ঘুষ দাবি করনে আমরা দাবকিৃত টাকা দেিত অস্বীকার করায় পাচঁ মাস ধরে আমাদরে বেতন বন্ধ করে রাখিয়াছে আমরা শিক্ষকগন ঘুষরে টাকা দেিত না পারায় আমাদরে বেতন বন্ধ হওয়া আমরা মানবেতার জীবন যাপন করছি।
উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো বলেন- বিষয়টি তদন্ত করে দেখা হবে প্রমান পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা ইসলামী ফাউন্ডেশনের এফ,এস, মোঃ হাসানুজ্জামান অভিযোগের বিষয়টি অস্বীকার করে বলেন- আমি এ বিষয়ে কিছু জানিনা ।