নোয়াখালীতে সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৮ জন। শুক্রবার বিকাল ৩টার দিকে তোতার বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ২১ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন সিলেটের সৈনিক মামুন খোন্দকার, ফিরোজুল ইসলাম ও ফয়েজ উদ্দিন।

চরজব্বর থানার ওসি সাহেদ উদ্দিন জানান, কুমিল্লার সেনানিবাস থেকে সেনাবাহিনীর গাড়িটি হাতিয়ার স্বর্ণদ্বীপ যাচ্ছিল। পথে তোতার বাজারে দক্ষিণে একটি গাড়িকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় গাড়িটি। এতে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের হেলিকপ্টারে করে ঢাকায় সিএমএইচে নেওয়া হচ্ছে।