দর্পণ রিপোর্ট: কলাপাড়া সমিতি, ঢাকা এর প্রতিষ্ঠাতা জনাব অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান মহিব একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৪ পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী-মহিপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আগামীকাল শনিবার ৯ ফেব্রুয়ারি সমিতির পক্ষ থেকে আনুষ্ঠনিকভাবে সংবর্ধনা দেয়া হবে।
এ উপলক্ষে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোডের রাইনখোলায় ৮ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান মহিব, এমপি। সভায় সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও সমিতির সভাপতি এ্যাড: খন্দকার আবুল কালাম এবং সার্বিক পরিচালনা ও সঞ্চালনায় থাকবেন সাধারণ সম্পাদক এস এম মনিরুল ইসলাম।
বিকেলে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কলাপাড়া সমিতি, ঢাকা’র সদস্য-সদস্য ও তাদের ছেলে-মেয়েদের অংশগ্রহনে ও সহ-সভাপতি গনেশ চন্দ্র হাওলাদারের উপস্থাপনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকায় প্রতিষ্ঠিত ও নামকরা শিল্পীবৃন্দ আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করবেন।
উল্লেখ্য কলাপাড়া সমিতি, ঢাকা ২০১৪ সালে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বর্তমান সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব প্রতিষ্ঠা করেন। এ সমিতির প্রধান উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ ও শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিঃ এর ডিরেক্টর এবং ফ্রেশ গ্রুপ এর ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, সিআইপি। এছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন ড. শহিদুল ইসলাম বিশ্বাস, ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন, অধ্যাপিকা ফাতেমা আক্তার রেখা ও এ্যাড. বিমল সমাদ্দার। অরাজনৈতিক এ সংগঠনের মাধ্যমে ঢাকায় বসবাসরত কলাপাড়ার জনসাধারনের কল্যানার্থে বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে।
৯ ফেব্রুয়ারি শনিবারের সংবর্ধনা ও প্রীতিভোজ অনুষ্ঠানটি ঢাকাস্থ কলাপাড়ার সহস্রাধীক জনসাধারণের উপস্থিতিতে সফল ও সার্থকভাবে করার লক্ষ্যে গত মাসাধিককাল ধরে সভাপতি, সাধারণ সম্পাদকের সাথে সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনিরুজ্জামান মারুফসহ সহ-সভাপতি-এম আহসান হাবীব খান, ড. রাফসান মাহমুদ (কাজল), যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ অহিদুল ইসলাম, অর্থ সম্পাদক এস, এম, মাকসুদুল ইসলাম (মাসুম), দপ্তর সম্পাদক নূরে আলম আজাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, সমাজকল্যাণ, দূর্যোগ ও পরিবেশ বিষয়ক সম্পাদক সামিনা জাহান বর্ণা, প্রচার সম্পাদক মাসুদ নিজামী, স্বাস্থ্য ও যুব-ক্রীড়া সম্পাদক ডা. গোলাম সারওয়ার, আর্ন্তজাতিক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মুক্তা বেপারী, আইন বিষয়ক সম্পাদক মরিয়ম বেগম তুলি, নির্বাহী সদস্য মোঃ হেলালুর রহমান, হাসান শিকদার বিল্লাল তালুকদার সহ অন্যান্য সকলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ঢাকায় বসবাসরত কলাপাড়া উপজেলার সকল ছাত্র-ছাত্রী, পেশাজীবি, ব্যবসায়ীসহ সকলকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।