দর্পণ ডেস্ক : প্রকাশ্যে পেটানো হলো বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের কথিত হবু স্বামী দীপক কালালকে। ইতিমধ্যে তাকে প্রকাশ্যে মারার ভিডিওটি ভাইরাল হয়েগেছে বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে।
ঘটনার সূত্রপাত ঘটে দীপকের একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করার কারণে। সেখানে তিনি দাবি করেছেন, তাঁর মূত্রের মধ্যে প্রোটিন রয়েছে। দিপকের এমন অদ্ভুত দাবিতে ক্ষেপেছেন দেশটির সাধারণ জনগণ।
(দীপককে মারার সেই দৃশ্য)
সম্প্রতি পশ্চিমবঙ্গের গুরগাঁওয়ের রাস্তায় তাকে দাঁড় করানো হয়। অজ্ঞাত এক ব্যক্তি তার চুলের মুঠি ধরে থাপ্পড় দিতে থাকে। দিপককে ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে দেখা যাচ্ছে ভিডিওতে। ওই ব্যক্তির অভিযোগ, দীপক যে ভিডিও আপলোড করছেন, তাতে জনমনে খারাপ প্রভাব পড়ছে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে। এরপরই দেখা যায়, দীপককে মারধর করছেন ওই ব্যক্তি।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৩১ ডিসেম্বর ‘ইন্টারনেট সেনসেশন’ দীপক কালালকে বিয়ে করবেন বলে জানিয়েছিলেন রাখি সাওয়ান্ত। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে বসবে বিয়ের আসর। আর সে অনুষ্ঠানে নাকি তাদের শরীরে কোনো কাপড় থাকবেনা এমনটাও দাবি করেছিলেন রাখি সাওয়ান্ত।