দর্পণ ডেস্ক : সম্প্রতি সামাজিক যোগাযোগমাধম্যে একটি ভিডিও ভাইরাল হয়। সে ভিডিওতে দেখা যায় কলকাতার নীলরতন সরকার হাসপাতালে বেশকয়েকটি কুকরশাবকের পিটিয়ে মারা হয়েছে আর সেই দৃশ্য দেখে খুবই মর্মাহত হোন টালিউডের বাংলা সিনেমা ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।

কিন্তু বিপত্তি বাধে টুইটারে মিমির একটি বিতর্কিত পোস্টকে ঘিরে। তিনি অভিযুক্তদের উদ্দেশে লেখেন, ‘আমি চাই তোমাদেরও পিটিয়ে মেরে ফেলা হোক, যেভাবে তোমরা ওদের মেরেছিলে। হ্যাঁ, আমি জানি একজন পাবলিক ফিগার হিসেবে আমার এমন বলা উচিত নয়। কিন্তু সত্যিই আমি পরোয়া করি না’। পুরো পোস্টটি জুড়ে তাঁর তীব্র হতাশা ধরা পড়ে।

তবে মিমির এমন পোস্ট ভাইরাল হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় বিতর্ক। অনেকেই মিমির এই পোস্টটিকে ভালোভাবে নেননি, তারা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন।