দর্পণ ডেস্ক : তার পুরো নাম কান্নেগান্তি ব্রহ্মানন্দম। জন্ম ভারতের অন্ধ্রপ্রদেশের সত্যেনাপল্লীতে। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার কমিক টাইমিংয়ের জন্য অধিক পরিচিত তিনি। অভিনয় জগতে পা রাখার আগে একটি বেসরকারি কলেজের অধ্যাপক ছিলেন ব্রহ্মানন্দম। বিখ্যাত তেলেগু পরিচালক জান্ধল্য সুব্রহ্মন্যম শাস্ত্রীর নজরে আসেন তিনি। তারপর থেকে অভিনয় শুরু।

ইতিমধ্যে তিনি প্রায় ১১’শর বেশি ছবিতে অভিনয় করে ফেলেছেন। আর এ কারণেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম ওঠে এ অভিনেতার। তার কমেডিয়ান চরিত্রে মুগ্ধ হয়ে অভিনেতা চিরঞ্জীবী বহু ছবিতে কমেডিয়ানের চরিত্রের জন্য ব্রহ্মানন্দমের নাম সুপারিশ করতেন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৩০টা বছর পার করে ফেললেও আজও তাকে নায়কের বন্ধুর ভূমিকায় দেখা যায়। ২০০৯ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন ব্রহ্মানন্দম।

অন্যান্য কমেডিয়ান অভিনেতাদের থেকে তার পারিশ্রমিকের অঙ্কটাও একটু বেশি বলা চলে। এ অভিনেতার এক দিনের পারিশ্রমিক ৫ লক্ষ টাকা। আর একটা ফিচার ফিল্মের জন্য ১ কোটি টাকা পারিশ্রমিক নেন ব্রহ্মানন্দ। এই মুহূর্তে প্রায় ৩৬০ কোটি টাকার মালিক ব্রহ্মানন্দম।

কয়েকদিন আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তেলেগু ইন্ডাস্ট্রির এই ‘কমেডি কিং’। খ্যাতনামা কৌতুক অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় শুরু হয়ে যায় দেশজুড়ে প্রার্থনা। হাসপাতালের তরফে জানানো হয়েছে, অভিনেতা এখন অনেকটাই সুস্থ।