দর্পণ ডেস্ক : প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে বলিউড মাতাচ্ছেন আমির। কিন্তু তার ছোট ভাই ফয়সাল খান মাত্র একটি সিনেমায় অভিনয় করেছেন। তবে তা বহু আগে, ২০০০ সালে। আমির খানের সঙ্গে ‘মেলা’ সিনেমার মধ্যে দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার।
তবে ১৯ বছর পর আবারও সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ফয়সাল। শরীক মিনহাজ পরিচালিত ‘ফ্যাক্টরি’ সিনেমা দিয়ে ফিরছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সিনেমাটির একটি গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।
সিনেমা প্রসঙ্গে এ অভিনেতা বলেন, ‘ফ্যাক্টরি’ বড় একটা কন্টেন্ট হতে যাচ্ছে। এটি খুব শক্তিশালী ও আকর্ষণীয় সিনেমা হবে, এবং দর্শকদের আকৃষ্ট করবে।
সিনেমাটিতে ফয়সালের বিপরীতে কে অভিনয় করবেন তা জানা যায়নি। চলতি বছরই সিনেমাটির শুটিং শেষ হওয়ার কথা রয়েছে।