দর্পণ ডেস্ক : ‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত তারকা সালমা আক্তার দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সালমা নিজেই। তবে কাকে বিয়ে করতে যাচ্ছেন সে ব্যাপারে কিছু নিশ্চিত করেননি তিনি।

বিয়ে প্রসঙ্গে সালমা বলেন, ‘আমি এ বছরেই বিয়ে করে ফেলব। একটা মানুষ তো সারাজীবন একা থাকতে পারে না। কাকে বিয়ে করব সে ব্যাপারে এখনই কিছু বলবো না। কিছু বিষয় রহস্য হয়েই থাকুক’।

সাবেক স্বামী শিবলী সম্পর্কে সালমা বলেন, ‘তার সঙ্গে আমার ডিভোর্স হয়েছে প্রায় তিন বছর হলো। এই তিন বছর আমি একা থেকেছি। আর দশটা বাঙালি মেয়ের মতো আমিও চাইনি সম্পর্কে বিচ্ছেদ আসুক। কিন্তু পারস্পরিক শ্রদ্ধাবোধ না থাকলে কোনো সম্পর্কই টেকে না। আমাদের সম্পর্কটাও টেকেনি। তাই এবার আমি তাকেই বিয়ে করব, যে আমার কাজকে শ্রদ্ধা করবে। আমাকে শ্রদ্ধা করবে’।

২০১১ সালে শিবলী সাদিকের সঙ্গে পারিবারিকাভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সালমা। ২০১৬ সালে বিচ্ছেদ হয় তাদের। সালমার সাবেক স্বামী অভিযোগ এনেছিলেন, গায়িকার আগেও একটি বিয়ে রয়েছে। যদিও বরাবর সেটাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সালমা।