দর্পণ ডেস্ক : নিজের নিরাপত্তার কথা ভেবে সনু নিগমকে আপাতত মুখ বন্ধ রাখতে বলা হয়েছে। গায়ক সনু নিগমকে খুনের চক্রান্ত করেছিল দুবৃত্তরা। এখনও তার বিপদ পুরোপুরি কাটেনি এমনটাই দাবি ভারতীয় গোয়েন্দাদের।

বছরখানেক আগে ভোরের আজান নিয়ে প্রশ্ন তুলে ব্যাপক বিতর্কের মুখে পড়েছিলেন বলিউডের গায়ক সনু নিগম। আজান নিয়ে তিনি বেশ কয়েকটি টুইট করেন। গোয়েন্দারা মহারাষ্ট্র পুলিশকে জানিয়েছেন, ওই টুইটগুলি দেখে কয়েকটি জেহাদি সংগঠন সনু নিগমকে খুনের ছক কষেছিল। কয়েকজন স্থানীয় ব্যক্তিও তাদের সাহায্য করত। যদিও তারা শেষপর্যন্ত গায়কের উপর আক্রমণ চালাতে পারেনি।

গোয়েন্দা সংশ্লিষ্ট ব্যাক্তিরা আরো বলেন, ‘এ ষড়যন্ত্রের কথা জানাজানি হওয়ার পরেই তার নিরাপত্তা বাড়ানো হয়েছে। তাকেও বলা হয়েছে সতর্ক থাকতে। কারণ জঙ্গিরা অতীতে ব্যর্থ হয়েছে বলেই হাল ছেড়ে দেবে এমন কোনও নিশ্চয়তা নেই। আগামী দিনেও তার ওপরে হামলার চেষ্টা করতে পারে তারা। তাই তাকে মুখ বন্ধ রাখতে বলা হয়েছে’।