দর্পণ ডেস্ক : অবশেষে জামিন পেলেন অভিনেত্রী নওশাবা আহমেদ। নিরাপদ সড়ক আন্দোলনের সময় ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় অভিযুক্ত আসামী নওশাবাকে আদালত স্থায়ীভাবে জামিন দিয়েছেন। এ অভিনেত্রী জামিনে মুক্ত থাকলেও মামলার কার্যক্রম চলতে থাকবে।

নওশাবা আহমেদের আইনজীবী হাজিরাসহ জামিন স্থায়ী করার আবেদন দাখিল করলে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ দিদার হোসেন আবেদনটি মঞ্জুর করেন। পাশাপাশি মামলার তদন্ত প্রতিবেদনের জন্য আগামী ৩ মার্চ দিন ধার্য করেন। জামিন শুনানি করেন নওশাবার আইনজীবী ইমরুল কাওসার।

 

(আটক নওশাবা)

প্রসঙ্গত, ২০১৮ সালের ৪ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ান অভিনেত্রী নওশাবা। ফেসবুক লাইভে গিয়ে নওশাবা বলেন, ‘জিগাতলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে। একজনের চোখ উঠিয়ে ফেলেছে এবং চারজনকে মেরে ফেলেছে’। এমন উসকানিমূলক বক্তব্যের কারণে র‌্যাব ১-এর ডিএডি মো. আমিনুল ইসলাম উত্তরার পশ্চিম থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে উত্তরা থেকে গ্রেফতার করা হয় নওশাবাকে।