কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-১৪ থেকে সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের অফিস মহল্লা’র নাগরিক, বাংলাদেশ সুপ্রিম কোর্ট’র আইনজীবী ও বাংলাদেশ আওয়ামী কৃষকলীগ, ঢাকা মহানগর দক্ষিন এর আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মরিয়ম বেগম তুলি।

জানা যায়, আওয়ামী পরিবারে বেড়ে ওঠা অ্যাডভোকেট মরিয়ম বেগম তুলি ছেলে বেলা থেকেই বেড়ে উঠেছেন বঙ্গবন্ধুর আদর্শে। ছাত্রলীগ, যুব মহিলা লীগ, বাংলাদেশ আওয়ামী তরুন লীগ সংগঠনে পদমর্যাদা নিয়ে সক্রিয় থাকার পর বর্তমানে এই নারী নেত্রী  বাংলাদেশ আওয়ামী কৃষকলীগ, ঢাকা মহানগর দক্ষিন’র আইন বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। বাংলা সাহিত্যে বিএ অনার্স, এমএ এবং আইন
বিষয়ে এলএলবি, এলএলএম ডিগ্রী লাভ করেন তিনি। ঢাকা আইনজীবি সমিতির (২০১৬-১৭) কার্যকরী কমিটিতে আওয়ামী প্যানেল থেকে মনোনীত হয়ে নির্বাচিত হন তিনি।

অ্যাডভোকেট মরিয়ম বেগম তুলি সাধারন মানুষের সেবা করার মহান ব্রত নিয়ে রাজনীতিতে এবং আইন পেশায় নিয়োজিত রয়েছেন। ভবিষ্যতে সুযোগ পেলে কাজ করতে চান সমাজের পিছিয়ে পড়া অবহেলিত, নির্যাতিত নারী ও শিশুদের নিয়ে।

অ্যাডভোকেট মরিয়ম বেগম তুলি গনমাধ্যমকে জানান, ’নৌকা’ প্রতীকে আস্থা এবং মানবতার মা, দেশ রত্ন শেখ হাসিনার প্রতি অগাধ বিশ্বাস ও শ্রদ্ধা নিয়েই তিনি তরুন প্রজন্মের হয়ে সংরক্ষিত মহিলা আসন-১৪ থেকে এবার মনোনয়ন প্রত্যাশী। এক পশ্নের জবাবে তিনি জানান, মনোনয়ন না পেলেও দলের একজন কর্মী হয়ে রাজনীতিতে আমৃত্যু সক্রিয় থাকবেন তিনি।