দর্পণ ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের বিদায়ী সেনাপ্রধান গাদি আইসেনকোট সিরিয়া প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধীদের বিদ্রোহীদের অস্ত্র যোগানোর কথা প্রকাশ্য স্বীকার করেছেন। সানডে টাইমসকে দেয়া বিদায়ী সাক্ষাৎকারে এ কথা স্বীকার করেন তিনি।

চলতি সপ্তাহে চাকরি থেকে অবসর গ্রহণ করবেন তিনি। সানডে টাইমসকে দেয়া সাক্ষাৎকার এই প্রথমবারের মতো তিনি স্বীকার করলেন যে সিরিয়ার গৃহযুদ্ধে সরাসরি জড়িত ছিলো ইসরাইল।

সিরিয়ার গোলযোগের সূচনা থেকেই দামেস্কসহ অনেক সংবাদ মাধ্যম বারবার বলে আসছে যে দেশটির ভেতরে রক্তক্ষয়ী যুদ্ধে আসাদ বিরোধীদের অস্ত্রের যোগান দিচ্ছে ইসরাইল। ইহুদিবাদী ইসরাইল পাল্টা দাবি করেছে, সিরিয়ায় তারা কেবল মানবিক ত্রাণ সরবরাহ করেছে।

এদিকে, গত সেপ্টেম্বর মাসে ফরেন পলিসি সাময়িকীর প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার অন্তত ১২টি বিদ্রোহী গোষ্ঠীকে অস্ত্রের যোগান দিয়েছে ইসরাইল। বিভিন্ন সূত্র জানিয়েছে, মেশিন গান, মর্টার লাঞ্চার, পরিবহনের উপযোগী ভারী যানবাহন এবং রাইফেলসহ নানা সামরিক সরঞ্জাম অব্যাহত ভাবে যুগিয়ে গেছে ইসরাইল। এ ছাড়া, তেল আবিব তাদেরকে নিয়মিত বেতন দিয়েছে এবং কালোবাজার থেকে অস্ত্র কেনার অর্থও যোগান দিয়েছে।

দুই মাস আগে মেজর জেনারেল গারশোন হাকোহেন প্রকাশ করেছিলেন যে সিরিয়ার গোলযোগ যখন তুঙ্গে তখন সিরিয় বিদ্রোহীদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ইসরাইলি সাবেক যুদ্ধমন্ত্রী মোশে ইয়া’লুন।