দর্পণ ডেস্ক : আকস্মিকভাবে পদত্যাগ করেছেন বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। ছয় বছরের দায়িত্ব পালন শেষে গতকাল সোমবার তিনি পদত্যাগের ঘোষণা দেন। তার পদত্যাগ ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। খবর বিবিসি’র
৫৯ বছর বয়সী জিম ইয়ং কিমের ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালনের কথা ছিল। প্রথম মেয়াদের পাঁচ বছর দায়িত্ব পালন শেষে ২০১৭ সালে তিনি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন। বিশ্ব ব্যাংক জানিয়েছে, জিম ইয়ং কিম একটি ফার্মে যোগ দেবেন। তিনি উন্নয়নশীল বিশ্বে অবকাঠামো খাতে বিনিয়োগকে গুরুত্ব দিয়েছেন।
এক বিবৃতিতে কিম জানিয়েছেন, বিশ্ব ব্যাংকের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে কাজ করা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। চরম দারিদ্র্য দূর করতে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। তিনি পদত্যাগপত্রে পদত্যাগের কোনো কারণ উল্লেখ করেননি। বিশ্ব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টালিনা জর্জিয়েভা অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।