দর্পণ ডেস্ক : এমি জ্যাকসনের আবেদনে ইতিমধ্যেই ঘায়েল হয়েছেন দর্শককূল। সে দর্শকদের মনে ঝড় তুলতে আবারও এমি তার ইনস্টাগ্রামে ফিরলেন নতুন আবেদনই ভঙ্গিতে।

ওপেন শাওয়ারের তলায় দাঁড়িয়ে বিকিনিতে হট এমি। যা দেখে চোখ কপালে উঠেছে আট থেকে আশির। প্রিয়াংকা-নিক, দীপিকা-রণবীরের বিয়ের হ্যাংওভার কাটতে না কাটতেই ২০১৯-এর শুরুতেই ফের বলিউডে সাজো সাজো রব। কারণ বিয়ে করতে চলেছেন এমি জ্যাকসন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তিনি তার এনগেজমেন্টের খবর প্রকাশ করেছেন। ব্রিটিশ ব্যবসায়ি জর্জের সঙ্গে হীরের আংটি বিনিময়ে সেরে সেরেছেন এনগেজমেন্ট পর্ব। খুব শিগগিরই বড় আয়োজনে বিয়েও করতে যাচ্ছেন তিনি।

 

(এমি জ্যাকসনে)

বিয়ের খবর নিয়ে আলোচনা থামতে না থামতেই এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বিকিনি পড়া ছবি দিয়ে খবরের শিরোনামে আসলেন তিনি। তার এ ছবির বিপরীতে অনেকেই তার প্রশংসা করেছেন। আবার অনেকে এটাকে বেশি বাড়াবাড়ি বলে আখ্যা দিয়েছেন। কারণ অযথা এই শীতে বিকিনি পড়ে ছবি দেয়ার কোন মানে হয় না বলে জানিয়েছেন তারা। তবে এই নিয়ে এমির মাথাব্যাথা নেই। আর তাইতো এত মন্তব্যের কোনটিরই উত্তর দেননি তিনি।