দর্পণ ডেস্ক : একাদশ জাতীয় সংসদের সদস্য (এমপি) হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ আগামিকাল রোববার বেলা ১১টার দিকে তিনি জাতীয় সংসদের শপথগ্রহণ কক্ষে শপথ নেবেন।
তবে গত শুক্রবার হুসেইন মুহাম্মদ এরশাদের সই করা বিবৃতিতে জানানো হয়, জাতীয় পার্টিই হতে যাচ্ছে প্রধান বিরোধী দল। বিরোধী দলীয় নেতা হবেন দলের চেয়ারম্যান এরশাদ। দলের কোনো সদস্য মন্ত্রী হবেন না। এদিকে আজ শনিবার এরশাদ দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে বিরোধী দলীয় চিফ হুইপ করার সিদ্ধান্তের কথা জানান।
আজ শনিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে দেয়া চিঠিতে এরশাদ বলেন, ‘একাদশ জাতীয় সংসদে আপনি স্পিকারের দায়িত্ব গ্রহণ করায় (যদিও তিনি এখনও একাদশ সংসদে দায়িত্ব গ্রহণ করেননি। দশম সংসদের দায়িত্বে থেকেই দায়িত্ব পালন করছেন) প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি।’
‘আপনি অবগত আছেন যে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার জাতীয় পার্টি ২২টি আসনে জয় লাভ করে বিরোধী দলের মর্যাদা লাভ করেছে। নির্বাচনের এই ফলাফলের প্রেক্ষিতে পার্টির চেয়ারম্যান হিসেবে দলের গঠনতান্ত্রিকভাবে পদাধিকার বলে আমি জাতীয় পার্টির পার্লামেন্টারি পার্টিরও সভাপতি।
এই প্রেক্ষাপটে আমি হুসেইন মুহাম্মদ এরশাদ (রংপুর-৩) প্রধান বিরোধী দলীয় নেতা এবং পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (লালমনিহাট-৩) বিরোধী দলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালনের জন্য দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি।’
‘অতএব এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার প্রতি সবিনয় অনুরোধ জানাচ্ছি।’
উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় পার্টির সংসদ সদস্যরা শপথ নেন। তবে সেই অনুষ্ঠানে এরশাদ ছিলেন না। শপথ নেয়ার পর জাতীয় পার্টির সাংসদেরা সরকারের সঙ্গে থাকার সিদ্ধান্তের কথা জানান।