দর্পণ ডেস্ক : ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস উপকণ্ঠে টরেন্সের ‘গ্যাবল হাউজ বোল’-এ শনিবার ভোররাতের দিকে এক গোলাগুলির ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

টরেন্স পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়, ‘গোলাগুলির শব্দ পাওয়ার পর তারা ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। গুলিতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছিল। দুই জনকে আমরা হাসপাতালে পাঠিয়েছি, বাকি দুইজন নিজেরাই চিকিৎসা নেবেন বলে জানিয়েছেন’।

(ঘটনাস্থল পরিদর্শন করছেন স্থানীয় পুলিশ সদস্যরা)

ঘটনা সম্পর্কে ‘গেবল হাউজ বল’-এর পরিচালক বলেন, ‘গোলাগুলির আগে কয়েকজন মারামারি করছিল। মারামারি শুরু হওয়ার কিছুক্ষন পর ‘পপ’ ‘পপ’ শব্দ শুনতে পেয়ে নিজেদের রক্ষার জন্য আমরা দ্রুত বারের পেছনে আশ্রয় নেই’।