দর্পন ডেস্ক : বিশ্বে খাদ্যাভাব দেখা দিতে পারে জনসংখ্যাবৃদ্ধি ও পরিবেশ দূষণের মতো সমস্যার ফলে৷ চাহিদা মেটাতে টেকসই কৃষিকাজের জন্য যথেষ্ট জায়গাও নেই৷ বিজ্ঞানীরা পানির নিচে নিমজ্জিত বাগানে সেই কাজই করছেন৷

ডুবুরি হিসেবে জানি ফন্টানেসি সেখানে প্রায় ৪০টি গাছের দেখাশোনা করেন৷ তিনি বলেন, ‌একই সঙ্গে অদ্ভুত ও অসাধারণ মনে হয়৷ বর্ণনা দেওয়া কঠিন৷ এখন প্রতিদিন সেখানে কাজ করে আমি প্রকল্পের বিকাশ দেখতে পাই৷ ফলাফল নিয়ে আমি খুবই গর্বিত৷ শুধু সমুদ্রের নিচে নয়, গোটা বিশ্বে কত হ্রদ এই প্রণালী ব্যবহার করে লাভবান হতে পারে, তা একবার ভেবে দেখুন৷

ছয় বছর আগে ডুবুরিরা সৈকতের নিচে প্রথম নিমজ্জিত গ্রিনহাউস তৈরি করেন৷ সূর্যের আলো সালোকসংশ্লেষ প্রক্রিয়ার জন্য যথেষ্ট৷ কোনো রকম কীটনাশক ব্যবহার করা হয়নি৷ সমুদ্রের লবণাক্ত পানি পরিশোধন করেই মূলত গাছে পানি দেওয়া হয়৷ ‘নেমোস গার্ডেন’-এ নানা রকম ফলমূল ও শাকসবজি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে৷ জানি ফন্টানেসি বলেন, ‘পানির ট্যাঙ্কে অনেক পানি ও সার রয়েছে৷ ভেতরে এক পানির পাম্পও রয়েছে৷ গোটা প্রণালী আসলে খুব সহজ৷ পাম্প নিচে থেকে উপরে একটি টিউবে পানি সরবরাহ করছে৷ টিউবের উপরে নানা রকম গাছপালা রয়েছে, যেগুলো মাটি ছাড়াই বেড়ে উঠছে৷ সব শিকড়ের সঙ্গে পানির সরাসরি যোগাযোগ রয়েছে৷ মধ্যাকর্ষণ শক্তির টানে পানি নিচের দিকে প্রবাহিত হচ্ছে।

নোলি নামের প্রায় ৩ হাজার জনসংখ্যার জনপদ এক পর্যটনকেন্দ্র৷ একমাত্র পোড়খাওয়া ডুবুরি ও স্থানীয় মানুষই জানেন যে, সৈকত থেকে প্রায় ১০০ মিটার দূরে, বিশেষ এক নিমজ্জিত গবেষণাগার রয়েছে৷ সব কিছু অক্ষত আছে কিনা, সে বিষয়ে নিশ্চিত হতে জানি ফন্টানেসি সপ্তাহে ৩ থেকে ৫ বার পরীক্ষা করেন৷ মনিটরে বায়োস্ফিয়ারের তাপমাত্রা ও আর্দ্রতা সম্পর্কে তথ্য পাওয়া যায়৷ জানি ফন্টানেসি বলেন, এখানে মনিটারিং করা যায়৷ সেখানে সামগ্রিক পরিস্থিতি ও বিভিন্ন বায়োস্ফিয়ারের মানচিত্র রয়েছে৷ সব প্রযুক্তি সৌরশক্তিতে চলে৷ উপরে তার প্যানেল ও বাতাসচালিত চাকা রয়েছে৷ আমরা সম্পূর্ণ দূষণমুক্ত হওয়ার চেষ্টা করি৷ সেপ্টেম্বর মাসে ফসল তোলার কথা৷

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই প্রকল্প সম্পর্কে খোঁজখবর করছেন৷ বেলজিয়াম, মরিশাস ও মার্কিন যুক্তরাষ্ট্রে এর মধ্যেই একই ধরনের নিমজ্জিত গবেষণাগার তৈরি করা হয়েছে৷ সমুদ্রের বাগান এখন আর কল্পনাতে নেই৷ এই প্রকল্প টেকসই কৃষিকাজের ক্ষেত্রে অবদান রাখতে পারে৷ডয়েচ ভেলে