
ইন্দোনেশিয়ায় সুনামি
গত ২২ ডিসেম্বর ভয়াবহ সুনামি আঘাত হানে ইন্দোনেশিয়ায়৷ জাভা ও সুমাত্রা দ্বীপের নিকটবর্তী আনাক ক্রাকাতোয়া নামক আগ্নেয়গিরিতে উদগিণের ফলে এই সুনামির সৃষ্টি হয়৷ এতে এ পর্যন্ত কমপক্ষে ২৮০ জন মারা গেছে এবং আট শতাধিক আহত হয়েছে৷ আনাক ক্রাকাতোয়া একটি ছোট আগ্নেয়গিরি দ্বীপ৷ ১৮৮৩ সালে ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় আগ্নেয়গিরি ক্রাকাতোয়ার উদগিরণের ফলে এই আগ্নেয়দ্বীপের সৃষ্টি হয়৷

নিউজিল্যান্ড ২০১৬
২০১৬ সালে নিউজিল্যান্ডে স্থানীয় দ্বিতীয় সর্বোচ্চ সুনামি আঘাত হানে৷ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়ার পরে নিউজিল্যান্ডে এটি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ সুনামি৷ কায়কোরা ভূমিকম্পে ২০ হাজার আফটারশক হয়েছিল৷ এবং ২২ মিটার উঁচু সুনামি আঘাত হানে৷ আগাম সতর্কতা থাকায় হতাহতের সংখ্যা নিয়ন্ত্রণে ছিল৷ মাত্র দু’জন নিহত ও ২০ জন আহত হয় সেই সুনামিতে৷

বিধ্বস্ত জাপান
২০১১ সালে জাপানের সুনামি ছিল ইতিহাসের ভয়াবহতম সুনামিগুলোর একটি৷ সমুদ্রের গভীরে ঘটে যাওয়া ভূমিকম্পের ফলে ১৩৩ ফুট উঁচু এই সুনামির সৃষ্টি হয়৷ এতে ১৬ হাজার লোক নিহত হয়, আহত হয় অগণিত৷ এই সুনামিতেই ফুকোশিমা পারমাণবিক বিপর্যয় ঘটে৷ চেরনোবিল পারমাণবিক দুর্যোগের পর এটিই ছিল সবচেয়ে ভয়ঙ্কর দুর্যোগ৷

চিলির দু্র্যোগ
চিলি ভূমিকম্পপ্রবণ দেশ৷ ১৯৬০ সালের ভূমিকম্পটি এখনও সর্বোচ্চমাত্রার রেকর্ড ধরে রেখেছে৷ ২০১০ সালে চিলিতে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের ফলে উপকূল অঞ্চলে মারাত্মক সুনামি আঘাত হানে৷ সেই সময় জাপান ও রাশিয়ার সমুদ্র উপকূলে সুনামি সতর্কতা দেওয়া হয়৷ সেই সুনামিতে চিলির উপকূলীয় এলাকার ৫২৫ অধিবাসীর প্রাণহানি ঘটে৷

সলোমন আইল্যান্ড ২০০৭
পাপুয়া নিউগিনির সবচেয়ে সুন্দর দ্বীপ সলোমন আইল্যান্ডে ২০০৭ সালে আঘাত হানে ৪০ ফুট উঁচু সুনামি৷ ভূমিকম্পের ফলে সৃষ্ট এই সুনামিতে ৫২ জন নিহত হন এবং দ্বীপটির সহস্রাধিক বসতবাড়ি, হাসপাতাল, স্কুল বিধ্বস্ত হয়৷

ভারত মহাসাগরে তৃ্তীয় সর্বোচ্চ সুনামি
২০০৪ সালে ভারত মহাসাগরে হওয়া ভূমিকম্পটি ছিল ইতিহাসের তৃ্তীয় সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প৷ ৯ দশমিক ৯ মাত্রার সেই ভূমিকম্প থেকে সৃষ্ট সুনামি ভারত মহাসাগর সংলগ্ন ১৪টি দেশে আঘাত হানে৷ সেই সুনামিতে নিহত হয় ১৪ দেশের ২ লাখ ৩০ হাজার মানুষ৷ছবিটি থাইল্যন্ডের সমুদ্র সৈকতে সুনামি আঘাত হানার পরের৷ ডয়েচভেলে