28063414 - gold ingots isolated on white background

দর্পন ডেস্ক : মঙ্গলবার জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজের মলদ্বারে সোনা ঢুকিয়ে পাচার করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কাস্টমস অফিসাররা। ৩০ বছর বয়সী ওই ব্যক্তির নাম পঙ্কজ সাদুওয়ানি। রবিবার রাতে বিমানবন্দরে কাস্টমস কর্মীদের নজরে আসে পঙ্কজের ‘সন্দেহজনক আচরণ’। নিজের মলদ্বারের ভিতরে সোনা ঢুকিয়ে নিয়ে অন্য দেশে পাচার করছিলেন বলেই অভিযোগ তার বিরুদ্ধে। সন্দেহের জেরে আটক করার পরে খতিয়ে দেখে পঙ্কজ সাদুওয়ানিকে গ্রেফতার করা হয়। তিনি থাই এয়ারওয়েজের বিমানে ছিলেন

জিজ্ঞাসাবাদের সময় সাদুওয়ানি স্বীকার করেছিলেন যে তিনি তার মলদ্বারে প্রায় এক কেজি ওজনের ছয়টি সোনার টুকরো লুকিয়ে রেখেছিলেন। কর্মকর্তারা জানিয়েছেন, পঙ্কজকে গ্রেফতার করে সোনা বাজেয়াপ্ত করা হয়।

কর্মকর্তারা আরও জানিয়েছেন যে, এই পঙ্কজ একটি চোরাচালানকারী দলের সদস্য। এই দলের অপারেশনের পদ্ধতিটি হল যে, একজন চোরাচালানকারীকে বিমানবন্দরের বাইরে অপেক্ষা করতে বলা হয় এবং তাকে অন্য পাচারকারীর ছবিও দেওয়া থাকে। একে অন্যের ছবি দেখে মিলিয়ে চোরাচালানকারী পণ্যটি শুধু সেই ব্যক্তিকে হস্তান্তর করে। এনডিটিভি