দর্পণ ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে এক গাড়িবোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৪৩ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। আফগানিস্তানের কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘সোমবার বিকালে কাবুলের পূর্বাংশে দেশটির সমাজকল্যান মন্ত্রণালয়ের কম্পাউন্ডে এক গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী বোমারু, এ সময় স্বয়ংক্রিয় রাইফেলে সজ্জিত অপর হামলাকারীরা শহীদ ও প্রতিবন্ধি বিষয়ক মন্ত্রণালয়ের ভবনে হামলা চালিয়ে এর কর্মীদের জিম্মি করে এবং তাদের একটি অংশ ওই কম্পাউন্ডের নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীগুলোর সঙ্গে বন্দুক লড়াই শুরু করে’।

প্রত্যক্ষদর্শীরা বলে, বোমা বিস্ফোরণের সঙ্গে সঙ্গে একদল বন্দুকধারী মন্ত্রণালয়ে ঢুকে এলোপাথারি গুলি চালাতে থাকে। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বন্দুকধারীদের গুলি বিনিময় হয়। হতাহতদের মধ্যে বেশির ভাগই সরকারি কর্মচারী। এর মধ্যে সাতজন নিরাপত্তারক্ষীও রয়েছেন।

আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরোহ জানিয়েছেন, ‘বোমা বিস্ফোরণের চেয়ে গুলিবর্ষণে বেশি মানুষ নিহত হয়েছে। বন্দুকধারীদের এ হামলার সময় অনেক প্রাণে বাঁচতে ভবনের দোতলা বা তিনতলা থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন।