দর্পণ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৯ সালে তুরস্ক সফরের জন্য তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের দেয়া আমন্ত্রণ গ্রহণ করেছেন। তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন গতকাল (সোমবার) এক সংবাদ সম্মেলনে একথা জানান। তিনি বলেন, ২০১৯ সালে ট্রাম্প তুরস্ক সফর করবেন তবে সফরের জন্য এখনো কোনো তারিখ চূড়ান্ত হয় নি।
ইব্রাহিম কালিন জানান, ‘গত সপ্তাহের শেষ দিকে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এরদোগান যে টেলিফোন আলাপ করেন সে সময় তিনি তুরস্ক সফরের আমন্ত্রণ জানান। গতকাল সন্ধ্যার দিকে হোয়াইট হাউজের মুখপাত্র হোগান গিডলি তুরস্কের পক্ষ থেকে দেয়া আমন্ত্রণের কথা নিশ্চিত করেছেন। তবে কবে কখন এ সফর অনুষ্ঠিত হবে তিনিও তা বলেন নি, বরং তিনি বলেছেন ভবিষ্যতে যেকোনো সময় তা হতে পারে’।
সিরিয়া থেকে আমেরিকা সেনা প্রত্যাহার করে নিচ্ছে বলে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেয়ার পর তুর্কি প্রেসিডেন্ট তাকে আংকারা সফরের আমন্ত্রণ জানান। ট্রাম্পের ওই সিদ্ধান্তকে এরদোগান স্বাগত জানান। পাশাপাশি তিনি কুর্দি নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ রাখেন।