দর্পণ ডেস্ক : মেক্সিকোর মধ্যাঞ্চলীয় শহর পুয়েবলার কাছে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির গভর্নর মার্থা এরিকা আলোনসো ও তার সিনেটর স্বামী রাফায়েল মোরেনো, হেলিকপ্টারের দুই পাইলট রবের্তো কোপে ও মার্কো আন্তনিও তাবেরা এবং পঞ্চম এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার বিকালে উড্ডয়নের কিছুক্ষণ পরেই তাদের বহনকারী হেলিকপ্টারটি পুয়েবলা বিমানবন্দর থেকে তিন নটিক্যাল মাইল দূরে সান্তা মারিয়া কোরানাঙ্গো শহরে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে দেশটির সরকার, এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
মেক্সিকোর নিরাপত্তামন্ত্রী আলফোনসো দুরাজো জানিয়েছেন, ‘প্রাইভেট ওই হেলিকপ্টারটি রাজধানী মেক্সিকো সিটির উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু পুয়েবলা বিমানবন্দর থেকে তিন নটিক্যাল মাইল দূরে সান্তা মারিয়া কোরানাঙ্গো শহরে বিধ্বস্ত হয়। হেলিকপ্টার ও এর ইঞ্জিন প্রস্তুতকারী কোম্পানির সঙ্গে কর্তৃপক্ষগুলোর কথা হয়েছে এবং মঙ্গলবার তারা ঘটনাস্থলে প্রতিনিধি পাঠাবে। শতভাগ স্বচ্ছতার সঙ্গে ঘটনার তদন্ত করবো আমরা’।
এক টুইটে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর বলেছেন, ‘এ দুর্ঘটনার সুষ্ঠ তদন্ত করবে তার সরকার’।
নিহত মার্থা এরিকা আলোনসো পুয়েবলা রাজ্যের গভর্নর ও বিরোধী দলের একজন জ্যেষ্ঠ নেতা ছিলেন। তার স্বামী সিনেটর রাফায়েল মোরেনোও পুয়েবলা রাজ্যের সাবেক গর্ভনর ছিলেন। এ দুর্ঘটনার মাত্র দশ দিন আগে মার্থা এরিকা আলোনসো গভর্নর পদে শপথ নিয়েছিলেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর ৪৫ বছর বয়সী মার্থা ইরিকা আলোনসো প্রথম নারী গর্ভনর হিসেবে পুয়েবলা রাজ্যের দায়িত্ব গ্রহণ করেন গত ১৪ ডিসেম্বর। তিনি কেন্দ্রীয় ডানপন্থি ‘প্যান’ পার্টির সদস্য ছিলেন।
আলোনসোর নিহত স্বামী সিনেটর মোরেনো ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত পুয়েবলার গর্ভনর ছিলেন এবং তিনি মেক্সিকোর সিনেটে পিএএন দলীয় সিনেটরদের নেতা ছিলেন।