দর্পণ ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও দেশ সেবার সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।

রোববার দুপুর পৌনে ১টার দিকে রংপুরে তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী এক জনসভায় তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, আপনারা নৌকাকে ভোট দেবেন। আবার যেন আপনাদের সেবা করতে পারি, আবার যেন আপনাদের জন্য কাজ করতে পারি- এটাই সবার কাছে আমার আবেদন।

নৌকার প্রার্থীদের জন্য ভোট চেয়ে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, নৌকায় ভোট চাই। আবার দেখা হবে। এই অঞ্চলে এখন আর সেই দুর্দিন নাই; এখন সুদিন।

আওয়ামী লীগ সভাপতি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই উন্নয়ন হয়। এ দেশের মানুষের স্বাধীনতা এনে দিয়েছে আওয়ামী লীগ, আওয়ামী লীগ আসলেই মানুষের ভাগ্য পরিবর্তন হয়।

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় এ সময় আবারও নৌকায় ভোট চেয়ে জনসভা শেষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে এসে সড়কপথে তারাগঞ্জে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় সড়কের দুই পাশে দাড়িয়ে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।