লিউডের রোমান্টিক হিরো শাহরুখ খানের ‘জিরো’ ছবি দেখে মুগ্ধ নোবেলজয়ী মালালা ইউসুফ জাই।

তার অভিনয়ও মন ছুঁয়ে গেছে এই নোবেলজয়ীর। ‘জিরো’ ছবি দেখার পর মালালা এক ভিডিওবার্তায় তার সেই উচ্ছ্বাসের কথাই জানিয়েছেন। মালালার এ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

মালালা এর আগেও ৫৩ বছর বয়সী অভিনেতার সঙ্গে দেখা করার আবদার জানিয়েছিলেন। তিনি বলেছিলেন-শাহরুখ অক্সফোর্ড ইউনিভার্সিটিতে এলে একবার যেন তার সঙ্গে দেখা করেন৷
আনন্দ এল রাইয়ের ছবিটিতে এক বামনের চরিত্রে দেখা গেছে কিং খানকে। তার বিপরীতে অভিনয় করেছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ।

জিরো ছবিটি মুক্তি পেতেই গত শুক্রবার সপরিবারে ছুটে যান সিনেমা হলে। পরে একটি ভিডিওবার্তায় মালালা জানান, ছবিটি দেখে তিনি ও তার পরিবারের সবাই খুব খুশি। ছবিটি খুবই উপভোগ্য হয়েছে। তার পরিবারের সবার ‘জিরো’ ছবিটি পছন্দ হয়েছে। প্রথম দিনেই ভারতে ২০.১৪ কোটি টাকার ব্যবসা করেছে শাহরুখ খানের ‘জিরো’। তবে শিল্পবোদ্ধাদের মনে ‘জিরো’ কোনো দাগ কাটতে পারেনি।