দর্পণ ডেস্ক : আসন্ন একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ১৯৭০-এ নৌকার গণজোয়ার এসেছিলো বঙ্গবন্ধুর নেতৃত্বে। এবার আবার শেখ হাসিনার নেতৃত্বে গণজোয়ার এসেছে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকবে আপনাদের মুখে হাসি ফুটবে। গ্রাম শহরে রূপান্তর হবে। ৩০ তারিখ মায়েরা, বোনেরা ভোটকেন্দ্রে সকাল ৭টায় গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন।

বুধবার সন্ধ্যায় ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

উঠান বৈঠক শুরু হওয়ার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ইব্রাহিম বয়াতি বাড়ির দরজা। সভার শুরুতেই বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের হাতে ফুল দিয়ে বিএনপি ও বিজেপির প্রায় দেড় শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন।

মন্ত্রী বলেন, ভোলায় প্রচুর গ্যাস রয়েছে। সে গ্যাস দিয়ে অনেক শিল্প কলকারখানা হবে। ভোলা হবে দেশের শ্রেষ্ঠ জেলা। ভোলা হবে বাংলাদেশের সিঙ্গাপুর। পশ্চিম ইলিশা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রুপান্তর করা হবে। নির্বাচনের পরে ভোলা-বরিশাল সেতু নির্মাণ কাজ আরম্ভ হবে বলেও উল্লেখ করেন তোফায়েল আহমেদ।

ভোলার পূর্ব ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরোয়াদী মাস্টারের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সহসভাপতি বাহালুল মোল্লা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হাসনাইন আহমেদ হাসান প্রমুখ বক্তব্য রাখেন।