দর্পণ ডেস্ক : বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের অত্যাচার-নির্যাতনে সারাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।

তিনি বলেন, গত ১০ বছরে তারা দেশটাকে কারাগারে পরিণত করেছে। গুম-খুন-অত্যাচার করে সারাদেশে হাহাকার তৈরি করেছে। মানুষের চোখের জলে ভেসে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু এখন সময় এসেছে রুখে দাঁড়াবার। মানুষের অধিকার আদায়ের সংগ্রামে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা দেখে সরকার ভয় পেয়ে গেছে।

বুধবার বিকেলে কুমিল্লার সুয়াগাজী-ফুলতলী মাঠে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। কুমিল্লা-১০ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী কারাবন্দি মনিরুল হক চৌধুরীর সমর্থনে এ সভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ এ সরকারের হাত থেকে মুক্তি চায়। তাদের অধিকার ফিরে পেতে চায়। বন্দি অবস্থার পরিবর্তন চায়। আর এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।

সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, সরকার সারাক্ষণ উন্নয়নের বুলি ছাড়ে। তারা নাকি দেশের উন্নয়ন করেছে।

তিনি প্রশ্ন রেখে বলেন, উন্নয়নই যদি করে থাকেন, তাহলে ভয় পান কেনো? তারা ভয় পায় কারণ- উন্নয়ন করেছে নিজেদের। জনগণের টাকা লুট করে নেতাদের পকেট ভারি করেছে। বিদেশে বাড়ি করেছে। ৩০ ডিসেম্বর ভোটের মাধ্যমে এসব অত্যাচার-জুলুমের জবাব দিতে হবে।

সভাপতিত্ব করেন কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর মেয়ে সায়মা চৌধুরী।

জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রেসিডেন্ট বঙ্গবীর কাদের সিদ্দিকী, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান, কেন্দ্রীয় সদস্য মোস্তফা খান সফরী, বিএনপির প্রেস উইং সদস্য শামুদ্দিন দিদার প্রমুখ।