মোঃ লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধিঃ
গুলি খাবো, তবুও মাঠ ছাড়বো না সাংবাদিকদের বললেন, নাটোর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবির গণসংযোগে যুবলীগ কর্মীদের হাতুরী বাহিনীর হামলায় দশজন আহত হয়েছেন। ছবি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। রোববার এর পর পরই তিনি জীবনের নিরাপত্তা চেয়ে জেলা বিএনপি অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলন এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, তার স্বামী বিএনপি নেতা দুলুকে অন্যায় ভাবে জেলে আটকে রাখায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসনে তাকে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষের প্রার্থী করা হয়েছে। তপশীল ঘোষণার পর থেকে তার নেতাকর্মীদের উপর অমানুষিক নির্যাতন, হামলা ও মামলা অব্যাহত থাকার পরেও ধানের শীষের প্রার্থী হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে তিনি নির্বাচনী প্রচারণায় নেমেছেন। চরম নিরাপত্তাহীনতার মধ্যেও গণতন্ত্র পূণরুদ্ধারে তিনি এই নির্বাচনে আছেন নাটোরের মানুষকে শুধুমাত্র এমনটি জানাতেই গত দু’দিন ধরে গণ সংযোগ শুরু করেছেন। তারই অংশ হিসেবে রোবববার দ্বিতীয় দিনের মতো নাটোরের প্রশাসনকে অবহিত করে বেলা বারোটার দিকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পায়ে হেঁটে রেল ষ্টেশন বাজার এলাকায় গণসংযোগে বের হন। এসময় হঠাৎ করেই যুবলীগের বড়গাছা বউবাজার এলাকার আমিন, ঢালী রবিউল, চঞ্চল, বাবু, মনির ও সেলিমের নেতৃতে দশ থেকে বারো জনের একদল যুবক তাকে হত্যার উদ্দেশ্য হাতুড়ি নিয়ে নির্বাচনী প্রচারণায় পিছন দিক থেকে হামলা করে। এসময় তাকে (ছবি) কে রক্ষা করতে এসে হামলাকারীদের এলোপাথাড়ি হাতুড়ি পেটায় মারাতœকভাবে আহত হয় বিএনপি নেতা জালাল আহম্মেদ, যুবদল নেতা ফিরোজ শেখ রকেট, ওয়াদুদ রহমান তনু, শরিফুল ইসলাম মুকুল, মহিলা দলের কর্মী আইমুন বিবি, আসমা খাতুন পলি ও রাবেয়া বেগম মারাতœক আহত হন। তিন যুবদল নেতাকর্মী রক্তাক্ত জখম হয়। অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পান। আহতরা বিভিন্ন বেসরকারী ক্লিনিকে চিকিতসা গ্রহণ করেছে। তিনি জানান হমালার সময় তাদের প্রচারণায় ব্যবহৃত সাউন্ড সিষ্টেম কেড়ে নেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে ছবি বলেন, প্রথম দিনের গণসংযোগের সময় নাটোর শহরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ শফিকুল ইসলাম শিমুল এমপির সাথে তার দেখা হয়ে গেলে শিমুল তার প্রচারণায় কোন রকম বাধা সৃষ্টি করবেনা বলে তাকে ‘আপা’ সম্মোধন করে আশ^াস দেন কিন্তু এর ছয় ঘন্টা যেতে না যেতেই শিমুলের লোকজন যুবদল কর্মী নজরুলকে রক্তারক্ত জখম করে তার মোটর সাইকেলটি ছিনিয়ে নেয়। নজরুলকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় সাবিনা ইয়াসমিন ছবি সাংবাদিকদের বলেন এটা শিমুলের কোন ধরনের আশ^াস ছিল? এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক, মহিলা দলের সভানেত্রী সাবেক এমপি ডাঃ সুফিয়া হক, নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোরশেদা খাতুন রূপালী ও সাবেক ভাইস চেয়ারম্যান মহুয়া পারভীন লিপি এবং নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম। হামলার ব্যাপারে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু বলেন, শিমুলের জনপ্রিয়তায় ভীত হয়ে বিএনপি প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবি নিজের প্রতি সহানুভুতি আকৃষ্ট করতেই এসব ভুয়া কাজ করছেন। আসলে তাদেও ওপর কেউ হামলা করেনি আর তারা কেউ আহতও হয়নি।