victory day of bangladesh wallpapers

মনোরঞ্জন মোহন্ত,  ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :  দিনাজপুরের ঘোড়াঘাটে যথাযথ মর্যাদয়ে জাতীয় বিজয় দিবস উদযাপন করা হয়েছে।দিবসটি উপলক্ষে  দিন ব্যাপি প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। প্রথম প্রহরে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম,উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত রুশিনা সরেন,থানা অফিসার ইনচার্জ মোঃআমিরুল ইসলাম,ও সি তদন্ত মোঃফেরদৌস করিম, ঘোড়াঘাট সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, মুক্তিযুদ্ধা কমান্ডার আজাহারুল ইসলাম বাবু,জাতীয় পতাকা উত্তোলন করেন।পরে উপজেলা  নির্বাহী অফিসার ওয়াহিদা খানম  সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ দের স্বরনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।অপর দিকে ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাফে খন্দকার সাহানশার নেতৃত্বে নেতা-কর্মী, সিংড়া ইউনিয়ন চেয়ারম্যান ও সিংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আব্দুল মান্নান মন্ডল , রানীগঞ্জ ২য় দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ (সদ্য জাতীয় করণ ঘোষিত)  অধ্যক্ষ এ আর এস ওয়াছেকুর রহমানের নেতৃত্বে শিক্ষক -কর্মচারী,শিক্ষার্থীরা রানীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বীর মুক্তিযুদ্ধা শহীদ দের স্বরণে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযুদ্ধা ও শহীদ মুক্তি যোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। সরকারি ও বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ ভাবে বিজয় দিবস উদযাপন করা হয়েছে।দিন ব্যাপি দিবস টি উপলক্ষে  প্রশাসন চত্বর,সরকারি ও বে-সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন ক্লাব খেলা ধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।ঘোড়াঘাট সাহিত্য পরিষদ দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধের উপর লেখা বই প্রকাশ করেন।ঘোড়াঘাট উপজেলার পালশা গ্রামের অবহেলিত কবি মোঃ কফিল উদ্দিন কে ঘোড়াঘাট উপজেলা সাহিত্য পরিষদের পক্ষে থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।ঘোড়াঘাট উপজেলার সাদা মনের মানুষ প্রাক্তন উপজেলা ভাইস চেয়ারম্যান, ঘোড়াঘাট উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি, শিক্ষক,কবি ও লেখক রেবেকা সুলতানা বানু নিজ তহবিল থেকে বিজয় দিবস উপলক্ষে এতিম ও গরীব মানুষের মাঝে খাবর ও শীত বস্ত্র বিতরণ করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন  তার বড় ভাই মোঃ আজাহারুল ইসলাম বাবু মুক্তি যুদ্ধে যাওয়ার পর গোপনীয় ভাবে মুক্তিযুদ্ধাদের শুকনো খাবার দিয়ে আসতেন।