মোঃ লিটন হোসেন লিমনঃ নাটোর প্রতিনিধিঃ
নাটোরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়। সূর্য্যােদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি সকল ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ, আনুষ্ঠানিক কুচকাওয়াজ এবং কানাইখালী মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। বিজয় দিবস উপলক্ষে হাসপাতাল, জেলখানা, বালিকা এতিম খানা ও শিশু সদনে উন্নতমানের খাবার বিতরণ এবং বিভিন্ন মসজিদে দেশের জন্য বিশেষ দোয়া, মোনাজাত ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা করা হয়। এছাড়াও দিবসটি পালনে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট, প্রীতি ফুটবল এবং মহিলাদের পৃথক ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। সন্ধ্যায় কানাইখালী মাঠে মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.