দর্পণ ডেস্ক : মাদারীপুরের শিবচরে বিএনপির অর্ধশত নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। বৃহস্পতিবার রাতে শিবচর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মাদারীপুর-১ (শিবচর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওয়ামী লীগ সংসদীয় দলের সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করেন। এ সময় ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে শিবচরকে নিয়ে তার স্বপ্নের কথা তুলে ধরেন।

জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিএনপি নেতাকর্মীদের আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপির একাংশের পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক পৌর কাউন্সিলর রেজাউল করিম রাজা শেখ, হাজী মো. সরোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোক্তার খান, পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নুরু মাদবর, ৯নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক লিঠু খানসহ অর্ধশতাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাদারীপুর-১ (শিবচর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূর-ই-আলম চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।

নূর-ই-আলম চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী না হতেন তাহলে বাংলাদেশ এত উন্নত হতো না। তিনি প্রধানমন্ত্রী আছেন বলেই দেশে পদ্মা সেতুসহ বড় বড় প্রকল্পের কাজ চলমান আছে। তাই উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম তালুকদার, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সামসুদ্দিন খান, সহ-সভাপতি সাবেক পৌর মেয়র আ. লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন এ সময়।