মনোরঞ্জন মোহন্ত,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি  দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেছেন, ঘোড়াঘাট, নবাবগঞ্জ, হাকিমপুর, বিরামপুর ৪টি উপজেলায় পুনরায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে  নৌকার বিজয় সুনিশ্চিত  করতে নিজেদের সর্বস্ব দিয়ে কাজ করতে হবে।পুনরায় নৌকা প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করার জন্য তিনি ভোটারদের আহবান জানান।তিনি আরো বলেন,গত ৫ বছরে ঘোড়াঘাট উপজেলার রাস্তা-ঘাট,ব্রিজ,কালভার্ট, বিদ্যুৎ,স্কুল, কলেজ,মাদ্রাসা,  মসজিদ, মন্দির সহ ব্যাপক উন্নয়ন করা হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।ঘোড়াঘাট উপজেলা ৩নং সিংড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে চাঁদ পাড়া হাটে নির্বাচনী পথ সভায় সিংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃআমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ শিবলী সাদিক এম পি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,দিনাজপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আলতাফুজ্জামান মিতা, ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রাফে খন্দকার সাহানশা,উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার অধীর সরকার।সিংড়া আওয়ামী লীগের সাধারন সম্পাদক  ও ইউনিয়ন চেয়ারম্যান মোঃআব্দুল মান্নান মন্ডলের সঞ্চালয়নে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সদের আলী খন্দকার,যুগ্ন সম্পাদক রশিদুল ইসলাম পল্বব,আসাদুজ্জামান পয়েল , পৌর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান ভুট্টো, ঊপজেলা আওয়ামী যুব লীগের আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম,আওয়ামীলীগের নেতা মোঃ রফিকুল ইসলাম, প্রকাশ সরকার,স্বাধীন সরকার,শহিদুল ইসলাম।