আলিম সোহেল: ঘনিয়ে আসছে নির্বাচন।দিন যাচ্ছে বাড়ছে উত্তাপ।মাঝে মধ্যেই উত্তাপে উত্তপ্ত হওয়ার আশংকায় ভোটাররা।নির্বাচনী আমেজ দিন বাড়ার সাথে সাথে ভোট যেন উৎসবে পরিনত হয়েছে সাভার-আশুলিয়া (ঢাকা-১৯)আসনটিতে।দেশের সর্বোচ্চ ভোটারের আসন হলেও দু-একটি ছাড়া প্রায় সকল নির্বাচনই এখানে সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।এবার নির্বাচনে দুই হেভীওয়েট প্রার্থী আওয়ামি লীগের ডাক্তার এনাম ও বিএনপির ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু দুজনেই জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদী।প্রতিদিনই দুই প্রার্থী সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত চষে বেড়াচ্ছেন পুরো নির্বাচনী এলাকা।ভোটাররা বলছেন তারা শুনছেন আবার নেতারা বলছেন ভোটাররা শুনছেন।ভোটারদের সাথে কথা বলে জানা গেল তারা এবার উন্নয়নের সারথীকে সাথী মেনে নেবেন আর সেই হিসেবে এবার পাল্লাভারী এনামের দিকেই।