সাইফুল্লাহ নাসির,বরগুনা প্রতিনিধিঃ পছন্দের প্রার্থী না পেয়ে বরগুনার পাথরঘাটা উপজেলা শাখা বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করেছেন বলে জানা গেছে। বিএনপি ত্যাগকরা নেতাকর্মীদের মতে,গত তিন দিনে উপজেলার অন্তত এক হাজার নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসনে (পাথরঘাটা-বামনা ও বেতাগী) বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনকে ধানের শীষ প্রতীকে প্রার্থী করা হয়েছে।স্থানীয় নেতা- কর্মীদের দাবি ছিল,ওই আসনে তিনবারের সংসদ সদস্য বিএনপি নেতা নুরুল ইসলাম মনিকে যেন এবারও মনোনয়ন দেওয়া হয়।কিন্তু সেটা না করায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইতিমধ্যে বিএনপির সহস্রাধিক নেতাকর্মী নৌকা প্রতীকের প্রার্থীর সঙ্গে নির্বাচনে নেমেছেন। তারা ওই আসনের আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনকে সমর্থন দিয়েছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বরগুনা-২ আসনে তিনটি উপজেলার মধ্যে পাথরঘাটায় ভোটের সংখ্যা বেশি। এ আসনে বিএনপির শক্তিশালী প্রার্থী হিসাবে নুরুল ইসলাম মনি তিনবার নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় ওই আসনটি চলে যায় আওয়ামী লীগের দখলে। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী প্রায়াত গোলাম সবুর টুলু চমক দেখিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন।তিনি ২০১৩ সালে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর উপ-নির্বাচনে ওই আসনে নৌকার হাল ধরেন শওকত হাসানুর রহমান রিমন।

পাথরঘাটা সদর ইউনিয়নের শতাধিক কর্মী নিয়ে বিএনপি নেতা মোঃ শাহ আলম পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপনের কাছে এবং কালমেঘা ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন পল্টুর নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের মাধ্যমে আওয়ামী লীগে যোগদান করেন।

বিএনপি নেতা-কর্মীরা বলছেন, এভাবে গত তিন দিনে অন্তত এক হাজার নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। তারা এখন নৌকা প্রতীকের প্রচারণায় কাজ করছেন।