মিজানুর রহমান, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার রাতে বালিয়াডাঙ্গী উপজেলার পারিয়া ইউনিয়নের লোহাগাড়া হাটে হাটসভায় নিটালডবা কান্তিভিটা গ্রামের ৭০ জন বিএনপির নেতাকর্মী আ’লীগে যোগদান করেছে। এ সময় তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও ৬বারের সাংসদ আলহাজ্ব মোঃদবিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক প্রবির কুমার, যুগ্ন সাধারণ সম্পাদক জুলফিকার আলী আরও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের নেতাকর্মীগণ।

অপরদিকে ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা প্রভাষক মাজহারুল ইসলাম সুজন বালিয়াডাঙ্গী উপজেলার খোচাবাড়িতে হাটসভা ও বড়পলাশবাড়ী ইউনিয়নের বালিয়া,বড়গোছিয়া, বেলতলা, পলাশবাড়ীর  গ্রামে নৌকার উঠান বৈঠকে ভোট প্রার্থণা করেন। এ সময় আর তার সাথে ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসবকলীগ সভাপতি মোমিনুল ইসলাম ভাষানী সাধারণ সম্পাদক আঃ সাত্তার বাবু, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মামুন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুজন ঘোষ প্রমূখ।